Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কোচের সন্ধানে আবাহনী

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : নতুন ফুটবল মৌসুম শুরু আগেই নতুন বিদেশী কোচের সন্ধানে নেমে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। এ ধারাবিহকতায় ইতোমধ্যে ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে ক’জনের জীবন বৃত্তান্ত পেয়েছেন আবাহনী কর্তারা। জানা গেছে, এদের মধ্য থেকেই একজনকে নিয়োগ দেয়া হবে। মুলত এএফসি কাপকে সামনে রেখেই সপ্তাহ দুয়েকের মধ্যে বিদেশী কোচ নিয়োগ দিতে চায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এ প্রসঙ্গে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আমরা বিভিন্ন দেশের বেশ ক’জন প্রার্থীর জীবন বৃত্তান্তসহ আবেদন পেয়েছি। এ ব্যাপারে ক্লাবের অন্যতম পরিচালক কাজী নাবিলের সঙ্গে সহসাই সভা করবো। এ সভাতেই কোচ নিয়োগের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের অধীনে প্রস্তুত হয়ে সদ্য সমাপ্ত প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নেন আবাহনীর ফুটবলাররা। কিন্তু লিগ শেষ হওয়ার আগেই কাউকে কিছু না জানিয়ে থাইল্যন্ডের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করে বসেন মামিচ। তিনি চলে যাওয়ায় চ্যাম্পিয়ন আবাহনীর প্রধান কোচের পদটি এতোদিন শূন্যই ছিল। অবশ্য সেই পদে কিছুদিন কাজ করেছেন গোলরক্ষক কোচ আতিকুর রহমান আতিক। তার অধিনেই টানা ছয় ম্যাচ জিতে ষষ্ঠ লিগ শিরোপা ঘরে তুলে ঢাকা আবাহনী। স্বাধীনতা কাপেও দূর্দান্ত খেলছে দলটি। তবে, আসন্ন এএফসি কাপে ভালোমানের দল তৈরি নিয়ে মাঠে নামতে চায় তারা। তাই দলে নতুন ‘হাইপ্রফাইল’ কোচ নিয়োগ করতে চান আবাহনী কর্তারা। তবে কোচ নিয়োগে এখনও অফিসিয়াল কোনও বিজ্ঞপ্তি দেয়নি ধানমন্ডির এই ক্লাব। তা সত্তে¡ও ক্লাব বরাবর ইউরোপ-আফ্রিকা থেকে বেশ কিছু আবেদন এসেছে। সেগুলো এখন পর্যবেক্ষণের অপেক্ষায়। ক্লাবসূত্র জানায়, আফ্রিকার একজন সহ ইউরোপের ৭-৮ জনের জীবন বৃত্তান্ত আবাহনী কর্তৃপক্ষের কাছে এসেছে। আগ্রহীরা নিজ উদ্যোগেই আবেদন পাঠিয়েছেন। তাদের কয়েকজন পত্রিকার কাটিংসহ ক্লাবে পাঠিয়েছেন। এসব আবেদন নিয়ে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন ক্লাব কর্মকর্তারা। এ বিষয়ে রুপুর কথা, ‘বেশ ক’জন কোচের জীবন বৃত্তান্ত আমরা পেয়েছি। কাজী নাবিল সাহেব ঢাকায় এসেছেন। এখন উনার সঙ্গে বসবো। আশা করছি চলতি সপ্তাহে উনার সঙ্গে বসে কোচের বিষয়টি সুরাহা করতে পারবো।’
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশীবার (ছয়বার) শিরোপা জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। তাই এবার তারা এএফসি কাপ নিয়েই মাথা ঘামাচ্ছে। সঙ্গে স্বাধীনতা কাপেও ভালোভাবেই এগুচ্ছে। মার্চে এএফসি টুর্নামেন্টের প্লে-অফ খেলবে আবাহনী। স্বাধীনতা কাপ শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। তখন কোনও ম্যাচও থাকবে না। নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে আবাহনী। এই সময় নতুন বিদেশী কোচের অধীনেই ফুটবলারদের প্রস্তুতি সারতে চান ক্লাব কর্তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ