Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইব্রার রেকর্ড ছাড়িয়ে কাভানি

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মৌসুমটা যেন রোলার কোস্টারে চড়ে কাটাচ্ছে রিযাল মাদ্রিদ। এই উত্থান তো পরক্ষণেই অবিশ্বাস্য পতন। ঘরের মাঠে আনকোরা লেগানেসের কাছে হেরে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর এবার লা লিগায় বড় জয় পেয়েছে বার্নাব্যুর দলটি। পয়েন্ট তালিকার তিন নম্বর দল ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।
এই জয়ে স্বস্তি তো ফিরেছেই, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানটাও কমে হয়েছে ১৬। অবশ্য গেল রাতে ব্যবধানটা আগের জাগায় নেয়ার সুযোগ ছিল মেসি-সুয়ারেজদের সামনে। যদিও এখনো তালিকার চার নম্বরে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা ভ্যালেন্সিয়া তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে।
জিদান গত ২৭৯ দিনে প্রথমবারের মত নিজের ফেভারিট ফরোয়ার্ড লাইন-আপ রোনালদো-গ্যারেথ বেল-করিম বেনজেমাকে নিয়ে মাঠে নেমেছিলেন। মেস্তালার মাঠে ৮৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের দুটি গোলই করেন পেনাল্টি কিং ক্রিশ্চিয়ানো রোনালদো, দুটিই পেনাল্টি থেকে। লা লিগা ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি নেয়ার রেকর্ড এখন রোনালদোর। ৭২টি পেনাল্টি থেকে পর্তুগিজ তারকা করেছেন ৬১ গোল। ৭১ পেনাল্টিতে ৫৬ গোল এতদিন শীর্ষে ছিলেন হুগো সানচেস।
ম্যাচের আবহ বলছিল যে যেকান সময়ে স্কোরলাইনে সমতা আনতে পারে ভ্যালেন্সিয়া। কিন্তু শেষ দিকে দুই গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন মার্সেলো ও টনি ক্রুস। ম্যাচ শেষে জিদান বলেন, ‘বড় স্টেডিয়ামে এটি একটি বড় ম্যাচ ছিল। আমরা দারুনভাবে নিজেদের মেলে ধরেছি। এর অর্থ হচ্ছে আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি এবং আমরা লড়াই করতে প্রস্তুত। লিগে এখনও অনেক পথ বাকি আছে এবং আমরা সম্ভাব্য সেরাটাই দিতে চাই।’
ইউরোপিয়ান লিগ ফুটবলের রাতে জয় পেয়েছে অন্য শীর্ষ দলগুলোও। বুন্দেসলিগায় ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও হফেনহেইমকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন লেভান্দোভস্কি, বোয়েটাং, কোম্যান, ভিদাল ও ওয়াগনার। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ১৬ পয়েন্টে পিছিয়ে দুইয়ে থাকা শালকেও এদিন স্টুটগার্টের বিপক্ষে জেতে ২-০ গোলের ব্যবধানে।
ইতালিয়ান সেরি আ লিগে খেদিরা ও হিগুয়েইনের গোলে ৯ জনের চিয়েভোকে ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল জুভেন্টাস। মিডফিল্ডার স্যামুলে বাস্তিয়োনের দুই হলুদ কার্ডে ৩৭ মিনিটে ১০ জনের দলে পরিনত হয় স্বাগতিক চিয়েভো। ৬১তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখানো হয় ফ্যাব্রিজিও ক্যাসিয়াতোরেকে। তখনও স্কোরলাইন ছিল গোলশূন্য। গত রাতে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে আবারও শীর্ষে উঠে গেছে নাপোলি।
ওদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে কাভানি-নেইমার জাদু চলছেই। আগের ম্যাচে হারের স্বাপ পাওয়া নেইমারহীন পিএসজি পরশু মঁপেলিয়েকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। একমাত্র গোলে জøাতান ইব্রাহিমোভিচকে (১৫৬) টপকে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি (১৫৭)। অন্য গোলটি করেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ