Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রেলওয়ে ক্রীড়া চ্যাম্পিয়ন সৈয়দপুর

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম পলোগ্রাউন্ডে সৈয়দপুর দল রেলওয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ দলটি এবার পাঁচটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পেয়েছে। রাজশাহী জেলা দল হয়েছে রানার্স আপ। চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পেয়েছে তারা। আটটি দলের অংশগ্রহণের মধ্যে ১০০ মিটার দৌড়ে এবার দ্রæততম মানব হয়েছেন পাহাড়তলীর আরিফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন পাকশী দলের নিজামুল হাসান এবং তৃতীয় ঢাকা দলের আবদুল ভূঁইয়া। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন। এসময় রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ও মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক ও প্রধান প্রকৌশলী মোঃ আরিফুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ