নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার কাছে বাংলাদেশ ক্রিকেট দল হেরে গিয়ে ট্রফি হাতছাড়া করেছে। এখন উভয় দলের টেস্ট সিরিজের মিশন নিয়ে চট্টগ্রামে এসেছে গতকাল। সিরিজের প্রথম টেস্টে অংশ নেয়ার জন্য বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী লংকান দল চট্টগ্রামের মাটিতে পা রেখেছে। চট্টগ্রাম বিমান বন্দরে দু’দল আসার পর তাদেরকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে কড়া নিরাপত্তা দিয়ে হোটেল রেডিসন বøুতে নেয়া হয়। খেলোয়াড়রা যতদিন এখানে অবস্থান করবে, ততদিনই তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। উভয় দল উঠেছে হোটেল রেডিসন বøু বে ভিউতে। দু’দল চট্টগ্রাম ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্র্যাকটিস করতে ব্যাট-বল নিয়ে হাজির হবে। প্র্যাকটিস করতে মাঠে নামবে সকালে টাইগার বাহিনী, বিকেলে প্র্যাকটিস করবে শ্রীলংকা। এই টেস্ট ম্যাচটি আয়োজনের জন্য উইকেট নির্মাণ করা হয়েছে। এখন প্রতিদিন চলছে উইকেট ও মাঠের পরিচর্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।