Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকলামে ফের উত্তেজনা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কৃত্রিম উপগ্রহের ছবিতে চীন-ভারতের দোকলাম সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। গেল বছরের আগস্টে এক দফা উত্তেজনাকর পরিস্থিতির সমাপ্তি হলে নতুন করে আবার সংকট শুরুর আভাস পাওয়া যাচ্ছে। চীন, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের মধ্যকার দুর্গম দোকলাম মালভূমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। চীন ও ভুটান উভয় পক্ষই জায়গাটির মালিকানা দাবি করছে। ভুটানের দাবিকে সমর্থন জানিয়ে আসছে ভারত। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেটি ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক গোয়েন্দা তৎপরতা চালানো কোম্পানি স্ট্রাটফোরের তোলা উপগ্রহের ছবিতে। স্ট্রাটফোর চীন ও ভারতের দুটি করে চারটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, উভয় পক্ষই তাদের তত্পরতা বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, ‘ছবিতে এটি নিশ্চিত, চীন ও ভারত উভয় পক্ষই বিস্তৃত কৌশলগত অবস্থান শক্তিশালী করছে।’ ভারত শিলিগুড়ি, বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটিতে তাদের অবস্থান মজবুত করেছে। ২০১৭ সালের মাঝামাঝিতে দোকলাম সংকট শুরু হওয়ার পর ভারতীয় বিমান বাহিনী সেখানে সু-৩০ এমকেআই যুদ্ধবিমান মোতায়েন বাড়িয়ে দিয়েছে। সু-৩০ এমকেআই হচ্ছে ভারতের হাতে থাকা সর্বোৎকৃষ্ট যুদ্ধবিমান। এদিকে স্ট্রাটফোরের ছবিতে চীনা অংশে ‘আরো বেশি তত্পরতা’ লক্ষ করা গেছে। চীনের লাসা ও শিগাতছে বিমানঘাঁটিতে লক্ষণীয় যুদ্ধবিমানের উপস্থিতি দেখা যাচ্ছে। আগস্ট সংকট শেষ হওয়ার পর পরই শিগাতছে বিমানঘাঁটির বেশকিছু সংস্কারকাজ সম্পন্ন করে চীন। গেল ডিসেম্বরের মাঝামাঝিতে একটি নতুন রানওয়ে নির্মাণ সম্পন্ন হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ