Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক পরিবর্তনের জন্য রুশ জনগণ মুখিয়ে আছে : নাভালনি

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতির ওপর গড়ে উঠেছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাম্রাজ্য। এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। এ সময় তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য ক্রেমলিনের প্রতি আহŸান জানান। সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাশিয়ার বিরোধীদলীয় এই নেতা বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য জনগণ মুখিয়ে আছে। ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছেন পুতিন। পরিবর্তনের জন্য মানুষ আরো কয়েক মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। তিনি বলেন, ‘পুতিনের সাম্রাজ্য দুর্নীতির ওপর গড়ে উঠেছে। মানুষ নিজেদের দুর্দশার জন্য এই শাসনামলকে দোষারোপ করে। দাপ্তরিক হিসাব অনুযায়ী রাশিয়ার ২০ শতাংশেরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আমরা এত দরিদ্র কেন? কারণ তারা অনেক বেশি চুরি করে।’ তবে সরকারের উচ্চপর্যায়ে দুর্নীতির বিষয়ে নাভালনির এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। বরং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নাভালনিকে দোষারোপ করেছে তারা। উল্লেখ্য, আগামী মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে নাভালনিকে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে। নাভালনিকে নিষিদ্ধ করার প্রতিবাদে আজ রাশিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে নাভালনি বলেন, তার সমর্থকরা রাশিয়ার ১০০টিরও বেশি শহরে বিক্ষোভ করবে। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে নাভালনিকে নিষিদ্ধ করেছেন পুতিন। তিনি বলেন, পুতিন লড়াইয়ে নামতে ভয় পাচ্ছেন। তিনি এমন শুধু লোকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন, যারা তাকে পরাজিত করতে পারবে না। তবে জনমত জরিপে দেখা গেছে, আগামী নির্বাচনে পুতিনের জয়লাভের সম্ভাবনা বেশি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ