Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইরাকে বিমান হামলায় সপক্ষের ১১ জন নিহত

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন বিমান হামলায় জোট বাহিনীর সপক্ষের ইরাকি নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য ও স্থানীয় এক কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার রাজধানী বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আল বাগদাদি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। ইরাকের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, স্থানীয় পুলিশ বাহিনীর একটি দলকে জঙ্গি ভেবে তাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য বার্তা পাঠিয়েছিল ইরাকি বাহিনী। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আইএসের এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় ইরাকি সেনাবাহিনীর একটি দলকে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই স্থানীয় পুলিশের একটি দল ওই এলাকায় উপস্থিত হয় এবং তারাই বিমান হামলার মুখে পড়ে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ