Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব : আসাদ

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইরান ও রাশিয়ার সহযোগিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো। একইসঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সঙ্কট সমাধানেরও চেষ্টা চালানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সিরিয়া সফররত ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে দামেস্কে এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ। বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধসহ নানা ইস্যুতে কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন আসাদ ও জাবেরি আনসারি। রাশিয়ার সোচি শহরে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যে আজ সোমবার থেকে যে সম্মেলন শুরু হতে যাচ্ছে সে সম্পর্কেও তারা মতবিনিময় করেন। রাশিয়া গত বৃহস্পতিবার ঘোষণা করে, আসন্ন এ সম্মেলনে প্রায় ১,৬০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বৈঠকে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা বুসিনা শাবান উপস্থিত ছিলেন। সিরিয়ার সেনাবাহিনী দেশটিতে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে প্রত্যক্ষ সহযোগিতা করছে রাশিয়া। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ