মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যৌন হয়রানির কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের ক্যাসিনো মুঘল স্টিভ ওয়েন রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থায়ন বিষয়ক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। ৭৬ বছর বয়সী এ ধনকুবের ব্যবসায়ী ম্যাসাজ থেরাপিস্টদের নিয়মিত উত্ত্যক্ত এবং এক নারী কর্মচারীকে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেছিলেন, গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর ওয়েনের পদ ছাড়ার এ ঘোষণা এলো। শীর্ষ এ রিপাবলিকান নেতা অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘ভ্রান্ত’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বলে খবর বিবিসির। যৌন হয়রানির এসব ‘অপবাদের’ পেছনে ওয়েন তার সাবেক স্ত্রী এলাইনিকে দায় দিয়েছেন; যার সঙ্গে সাত বছরেরও বেশি সময় ধরে তার আইনী লড়াই চলছে। শুক্রবার তার জনসংযোগ বিভাগ থেকে বিবিসিকে পাঠানো বিবৃতিতে ওয়েন বলেছেন, “আমার সাবেক স্ত্রী এলাইনির সঙ্গে উৎকট ও কদর্য আইনী লড়াইয়ে জড়িয়ে আছি আমি। ধারাবাহিকভাবে সে-ই এসব অভিযোগে প্ররোচনা দিয়ে আসছে।” বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।