Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে নাইট ক্লাবে হামলায় নিহত ১৪

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতশনিবার ভোররাতে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরতলীতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি। হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে। নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য। এক সংবাদ সম্মেলনে সিয়েরা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী আন্দ্রি কোস্তা, ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ভীত ও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ ধরনের ঘটনা একবারই ঘটে, যেমন সারা বিশ্বেই ঘটে থাকে, ৫০-৬০ জন নিহত হয়, সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গেøাবো নিউজ নেটওয়ার্ক। এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ‘পুলিশের কিছু করার নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি, বলেছে গেøাবো। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ