Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় স্মৃতিসৌধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:১৬ পিএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আজ রোববার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে যান তিনি।
কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রা সহকারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে জোকো উইদোদোকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও স্থানীয় সংসদ সদস্য ডা:এনামুর রহমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার সম্মান প্রদান করেন।
জোকো উইদোদো কিছুটা সময় নীরবে দাড়িয়ে থাকেন। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বিউগলে বেজে ওঠে করুন সুর।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ