পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। গতকাল শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে ‘হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ’ আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আদালত স্বাধীনভাবে দায়িত্বপালন করছে। সরকার কোনো হস্তক্ষেপ করছে না, সরকারের মন্ত্রীর ছেলে, এমপি ও ছাত্রলীগ সংগঠনের অনেক নেতাকর্মীও কারাগারে রয়েছে। যদি আদালত স্বাধীন না হতো তাহলে তারা কারাগারে থাকতো না। আদালতের স্বাধীনতায় সরকারের কোন হস্তক্ষেপ নেই।
বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার কী সাজা হবে এটা আদালতের এখতিয়ার সাক্ষ্য প্রমাণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে এখানে সরকারের কোন হাত নেই।
বিএনপির কেন্দ্রীয় দুই নেতা খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আদালত কী রায় দেবে সেটাতো রায়ের আগেই বিএনপি বলে দিচ্ছে। ফকরুল কী করে জানলেন খালেদা জিয়াকে সাজা দিবেন। তারা আন্দোলন করবেন, সহিংসতা করবেন। যারা আদালতের রায় মানে না, আদালতকে হুমকি দিতে পারে তাদের হাতে দেশ ও গণতন্ত্র বিচার ব্যবস্থা কিছুই নিরাপদ নয়।
মন্ত্রী বেেলন, নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩ ও ২০১৪ সালের মত বিএনপি জ¦ালাও পোড়াও করতে চায় তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ আশরাফকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হতে পারে শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটা লোককে নিয়ে অযথা টানা হেচড়া করার দরকার নেই। সে অসুস্থ্য, দেশেও নেই, বিদেশে রয়েছে। তবে দল ও দেশের কাছে যে ব্যক্তি গ্রহণযোগ্য তাকেই প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দিবেন দলের সভাপতি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, তিন মাস পর পর জরিপ হচ্ছে যে ব্যক্তি জরিপে এগিয়ে থাকবে তাকেই দল মনোনয়ন দিবে।
এর আগে ওবায়দুল কাদের বলেন, সাভারের ‘হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ’ আঞ্চলিক সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি ৪ লেনে রূপান্তরিত করা হবে। ৩২ কিলোমিটারের সড়কটি ১৮ ফিট প্রশস্ত ছিল সেটিকে ২৪ ফিট করার কাজ চলছে। এ প্রকল্পের আওতায় যে কয়টা ব্রিজ ছিল তা ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষে হবে। যার বরাদ্দ দেয়া হয়েছে ২৫৫ কোটি টাকা।
সাভার বাসস্ট্যান্ডের মাছ বাজারসহ ফুটপাতে চাঁদাবাজীর বিষয়টি শুনে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী তাৎক্ষণিক সংসদ সদস্য ডা: এনামুর রহমানকে নির্দেশ দেন। সাভারে বিএনপির একাধিক লোক আওয়ামীলীগ ও যুবলীগে প্রবেশ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের কোন প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।