Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে-পরিবেশ ও বনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট ফাইন্যান্স’ শিরোনামে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ক্ষতিগ্রস্ততা বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি নিজেদের চেষ্টায় এর মোকাবেলা করার জন্য কাজ করতে হবে, যা আমরা ইতোমধ্যে শুরু করেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করব।
মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের গুরুত্ব উপলব্ধি করেই বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ও জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ড নামে দুটি তহবিল গঠন করেছে। পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য বর্তমান সরকার টেকসই উন্নয়নের দিকে নজর দিয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের কৃষি, বন, মৎস্য, জনস্বাস্থ্য প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি মোকাবেলায় আমাদের সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডি-এর চেয়ারম্যান ড. আতিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও ড. সলিমুল হক। সম্মেলনে বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন এবং দেশের বাইরে ১৫টি দেশ থেকে ৫০ জন বিশেষজ্ঞ, বিজ্ঞানী, উন্নয়ন অংশীদার ও বেসরকারি খাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ