Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম টেস্ট শেষ সাকিবের

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার, মিরপুর থেকে : পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে এগিয়ে যাচ্ছে ফাইনাল। এক চুলও ছাড় না দেবার মানসিকতা দু’দলের ক্রিকেটারদের মধ্যেই। সেই উত্তাপে মিশেছে ¯œায়ুর চাপ। টস হেরে ফিল্ডিংয়ে নামা মাশরাফি-সাকিবদের বডি ল্যাঙ্গুয়েজেও তার প্রভাব স্পষ্ট। পেসারদের একের পর এক আগুনে গোলা আর স্পিনারদের ঘূর্ণিপাকে দিশেহারা লঙ্কান শিবির। সেই কাতারে সামিল সতর্ক ফিল্ডাররাও। এরই ফাঁকে ঘটে গেল এক অনাকাক্সিক্ষত ঘটনা।
৪২তম ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে রান নেয়ার চেষ্টা অধিনায়ক দিনেশ চান্দিমালের। দৌড়ে ফিল্ডিং করার সময়ে ডাইভ দেন সাকিব আল হাসান। তবে সফল হননি। উল্টো আঙুলে চোট পেয়ে কিছুক্ষণ মাটিতে শুয়ে থাকেন তিনি। পরে ফিজিও এসে তাকে নিয়ে যান মাঠের বাইরে। শুরুতে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। চোট পেয়েছেন বাঁ হাতের কনিষ্ঠায়। মাঠের বাইরে আসার পর সেলাই পড়েছে হাতে। সেখান থেকে পরে স্ক্যান করাতে নেওয়া হয় হাসপাতালে। বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন সাকিব। স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। স্ক্যানে অবশ্য সুখবর মিলেছে। কোনো চিড় ধরা পড়েনি। সেখান থেকে যখন ফিরেছেন রান তাড়ায় লড়ছেন সতীর্থরা, সাকিবকে দেখা গেল ড্রেসিং রুমে অসহায় বসে। বাঁ হাত ঝোলোনো কাঁধের সঙ্গে। আঙুলের চোট নিয়ে যখন মাঠ ছেড়েছিলেন, তখন মূল দুর্ভাবনা ছিল ফাইনালে ব্যাট করা নিয়ে। কিন্তু বাংলাদেশ দলের জন্য পরে এলো আরও বড় দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারবেন না সাকিব।
এই সিরিজ দিয়েই টেস্ট দলের নেতৃত্বে ফেরার কথা ছিল সাকিবের। ছিটকে গেলেন ফেরার আগেই। প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত এক সপ্তাহ লাগবে সাকিবের হাত সেরে উঠতে। আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের কথা বলা হলেও সাকিবের হাত ঠিক হতে লেগে যেতে পারে দুই সপ্তাহও। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে কি না তা নিয়েও আছে শঙ্কা।
ফাইনালে ৫ ওভার বোলিং করে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ