নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রথম দল হিসেবে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড নুরুল আবসার ও মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী একটি করে গোল করেন। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি। তবে স্বাধীনতা কাপে তেমন দাপট দেখাতে পারেনি তারা। কোনও রকমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবার দাপটের সঙ্গেই সেমিফাইনালে গেলো দলটি।
কাল ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ব্রাদার্স রক্ষণদূর্গকে ব্যস্ত রাখে শেখ জামাল। তবে তারা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন নুরুল আবসার। গোল হওয়ার মতো সুযোগ ছিলো এটি। কিন্তু খুব একটা জোড়ালো শট নিতে পারেননি তিনি। তবে দু’মিনিট পরেই গোল করে আক্ষেপ ঘুচান আবসার। ৫৫ মিনিটে বক্সের খুব কাছেই বল পেয়ে যান এই ফরোয়ার্ড। গোলবার লক্ষ্য করে শটও নেন। কিন্তু ব্রাদার্স গোলরক্ষক ফিস্ট করে বল ফিরিয়ে দেন। দ্বিতীয় প্রচেষ্টায় সাইড ভলিতে গোল করেন নুরুল আবসার (১-০)। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। এসময় বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ডিফেন্ডার আনিসুর আলম দারুণ পাস দেন জাহেদ পারভেজ চৌধুরী উদ্দ্যেশ্যে। বল পেয়ে জোড়ালো শটে গোল করে মিডফিল্ডার জাহেদ পারভেজ (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।