Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপ গেল সাইফ স্পোর্টিং

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের প্রি প্লে-অফের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল দুপুর একটায় শ্রীলঙ্কান এয়ারওয়েজ যোগে মালদ্বীপ রওয়ানা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ২৭ সদস্যের দলে রয়েছেন ২০ ফুটবলার ও সাতজন কর্মকর্তা। ঘরের মাঠে দূর্ভাগ্যজনক হারের পর বড় জয়ের প্রত্যাশা নিয়েই ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মালেতে গেছে দলটি। গত মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং। ফলে এএফসি কাপের প্লে-অফে খেলতে হলে স্বাগতিক টিসি স্পোর্টসের বিপক্ষে ৩০ জানুয়ারি মালেতে ফিরতি লেগের ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে সাইফ স্পোর্টিংকে। প্রথম লেগের ম্যাচকে ঘিরে চট্টগ্রাম আবাহনী থেকে সাতজন খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দলটি। কিন্তু এতে লাভ হয়নি। ফলে সেই দল থেকে অভিজ্ঞ উইংগার জাহিদকে এবার ছেটে ফেলা হয়েছে। তবে জাহিদ না থাকলেও চট্টগ্রাম আবাহনীর অন্য ছয় জন খেলোয়াড় মালদ্বীপ গেছেন। জাহিদের জায়গায় তরুণ ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজকে নেয়া হয়েছে। মূলত বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন জাহিদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ