মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ভেনেজুয়েলার ওপর আরও কঠোর অবরোধ আরোপের পক্ষে মত দিয়েছেন। প্যারিস সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্রহীনতা চলতে পারে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ভেনেজুয়েলার সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পদ জব্দ করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পর আরও কঠোর করার কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ছয় বছর মেয়াদে নির্বাচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মেয়াদ আগামী বছর শেষ হবে। ‘সাম্রাজ্যবাদের হুমকি শেষ করে দিতে’ আবারও নির্বাচনে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে গত বছর চার মাসের মধ্যে ১২০ জনেরও বেশি নিহত হয়েছেন। দেশটির সাংবিধানিক সংসদ ঐতিহ্যগতভাবে ডিসেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কথা বললেও গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় আগামী এপ্রিলেই অনুষ্ঠিত হবে ভোট। সমালোচকরা বলছেন বিরোধী দলগুলোকে সময় কম দিতে আদালতকে ব্যবহার করে নির্বাচন এগিয়ে এনেছেন প্রেসিডেন্ট মাদুরো। দেশটির অনেক বিরোধী দলের নেতা এখনও নির্বাসন অথবা কারাগারে আটক রয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্ট আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দেশটির প্রধান বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাখোঁ বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতির কোনও ইশারা পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, ইউরোপীয় পর্যায়ে আমরা নতুন অবরোধ চাই। আর আমি তার পক্ষে আছি। আমি চাই কর্তৃত্ববাদের বিরুদ্ধে চলমান অবরোধ আরও বাড়ানো হোক। মাদুরোর কর্মকান্ডের সমালোচনা করেন আর্জেন্টিনার প্রেসিডেন্টও। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যাক্রি বলেন, আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যাতে ভেনেজুয়েলার নাগরিকেরা ভবিষ্যত গড়ার লক্ষ্যে তাদের মতামত প্রকাশ করতে পারে। আর ম্যাক্রোঁ বলেন, চাপ প্রয়োগ তখনই ফল বয়ে আনবে যখন অবরোধ আরোপ করা সব পক্ষ একসঙ্গে কাজ করবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।