Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে দোকলাম থেকে শিক্ষা নেয়ার আহ্বান চীনের

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিল্লির প্রতি কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে। সংবাদ মাধ্যম জানায়, ভারতীয় সেনাবাহিনীর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দোকলামের ঘটনা থেকে আপনাদের শিক্ষা নেয়া উচিত। তা নাহলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে নয়াদিল্লিকে সতর্ক করে দেয়া হয়। বেইজিংয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাসিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিপলস লিবারেশন আর্মি (পিএলএল)’র মুখপাত্র ও সিনিয়র কর্নেল উ কিয়ান ওই সব মন্তব্য করেন। দোকলাম এলাকায় চীনের সেনা মোতায়েন নিয়ে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল রাওয়াতের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কর্নেল উ বলেন, দোকলাম নিয়ে ভারতীয় সেনাপ্রধান অনেক মন্তব্য করেছেন। তবে আমরা আশা করছি ভবিষ্যতে যেন একই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে ভারতীয় পক্ষ শিক্ষা গ্রহণ করবে। ভারত অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলো বলে চীন মনে করে, গত বৃহস্পতিবারের এ ব্রিফিংয়ে এ কথাও বলেন পিএলএ মুখপাত্র। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ