Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উন্মুক্ত আর প্রতিযোগিতাপূর্ণ বাণিজ্যের বার্তা ট্রাম্পের

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ‘আমেরিকা ফার্স্ট’ সেøাগান নিয়েই তিনি নির্বাচনী মঞ্চে আবির্ভূত হয়েছিলেন, বিজয়ী হওয়ার পর অন্তত দুটি বাণিজ্য চুক্তি আর বৈশ্বিক জলবায়ু সংক্রান্ত চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, এবার সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সুর বদলে ‘উন্মুক্ত আর প্রতিযোগিতাপূর্ণ বাণিজ্যের’ বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রকেই প্রথমে রাখবেন, তবে যুক্তরাষ্ট্র একা নয়। গত শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী ভাষণে ট্রাম্প এই বার্তা দেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছিল যে, তাঁর সরকার হয়তো সংরক্ষণ করতে গিয়ে মুক্ত বাণিজ্যের পথে বাধা তৈরি করবে। কিন্তু এখন নতুন ইশতেহার শোনা যাচ্ছে ট্রাম্পের গলায় যে, তিনি বাণিজ্যযুদ্ধ নয়, ন্যায্যবাণিজ্য চান। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অন্যায্য বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর চুপ করে থাকবে না। বিশেষ করে মেধাসম্পদ চুরি, শিল্প কারখানায় ভর্তুকি, রাষ্ট্র নিয়ন্ত্রাণাধীন অর্থনৈতিক পরিকল্পনা চুরি ইত্যাদির ব্যাপারে।’ ‘এগুলো ছাড়াও বাণিজ্যে আরো কিছু অশুভ আচরণ দেখা যায়, যা বিশ্ব বাজারকে নষ্ট করে দিচ্ছে। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে।’ ট্রাম্পের এই বক্তব্যের ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি ঘোষণা করে। যাতে আমদানিকৃত ওয়াশিং মেশিন ও সোলার প্যানেলের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণা চীন ও দক্ষিণ কোরিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকালে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে স্থানীয় উৎপাদকদের বাঁচিয়ে আমেরিকাকে প্রথম করাই প্রধান বিষয় ছিল। তাঁর এই নীতি দাভোস সম্মেলনবিরোধী হয়ে যায়। কেননা, সম্মেলনটি মূল প্রতিপাদ্যই হলো বিশ্বায়ন ও সহযোগিতা বাড়ানো। তাই শুক্রবার সম্মেলনটিতে ট্রাম্পকে ঘিরে বিভক্তি দেখা দেয়। বক্তব্যে ক্ষমতায় আসার প্রথম বছরই অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেন ট্রাম্প। ’ রয়টার্স।৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ