Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রেলওয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : ক্রীড়াঙ্গনে বাংলাদেশ রেলওয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় আনন্দমুখর পরিবেশে গতকাল থেকে পলোগ্রাউন্ডে দুই দিনব্যাপী ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ঢাকাসহ আটটি দল অংশগ্রহণ করছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ও মহাব্যবস্থাপক(পূর্ব) মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক ও প্রধান প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান বক্তব্য রাখেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে ঢাকা, লালমনিরহাট, হেডকোয়ার্টার (পশ্চিম), পাহাড়তলী, সৈয়দপুর, চট্টগ্রাম, পাকশী ও হেডকোয়ার্টার (পূর্ব)। আজ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ