Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেদেরারের আরেকটি ফাইনাল

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ফাইনাল তার কাছে নতুন কিছু নয়। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামবেন ক্যারিয়ারের ৩০তম গ্র্যান্ড ¯ø্যাম ফাইনালে। ক্যারিয়ারের রেকর্ড গ্র্যান্ড ¯ø্যামকে ‘কুড়ি’তে উন্নীত করার সামনে ৩৬ বছর বয়সী রজার ফেদেরার। সুযোগ থাকছে সর্বোচ্চ ৬ বার করে আসরের শিরোপা জেতা রয় এমারসন ও নোভাক জকোভিচকে স্পর্শ করারও। এজন্য আজ তাকে পেরুতে হবে মারিন সিলিচ বাধা।
এ পর্যন্ত নয়বারের মোকাবেলায় ২৯ বছর বয়সী ষষ্ঠ বাছাই সিলিচ একবারই ফেদেরারের বিপক্ষে জয়ী হয়েছিলেন। ২০১৪ সালের ইউএস ওপেনের সেই সেমিফাইনালে ফেদেরারকে পরাজিত করে সিলিচ শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিলেন। এখন পর্যন্ত ওটিই সিলিচের একমাত্র গ্র্যান্ড ¯ø্যাম শিরোপা। এবার প্রথম ক্রেয়েশিয়ান হিসেবে উঠেছেন মেলবোর্ন পার্কের ফাইনালে। সিলিচের সামনেও তাই ইতিহাসের হাতছানি।

রজার ফেদেরার বনাম মারিন সিলিচ
২য় বর্তমান র‌্যাঙ্কিং ৬ষ্ঠ
সুইজারল্যান্ড, ১৯৮১ জন্ম ক্রোয়েশিয়া, ১৯৮৮
ডান-হাতি খেলার ধরন ডান-হাতি
৯৫ শিরোপা ১৭
১৯ গ্র্যান্ড ¯ø্যাম শিরোপা ১
১১১,৮৮৫,৬৮২ প্রাইজমানি (ইউএস ডলার) ২০,৯৪৪,৭৯১

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ