মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ জানিয়েছে, তারা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় রাশিয়ার শান্তি আলোচনা বর্জন করবে। সাত বছরের দীর্ঘ এ সংঘাত নিরসনে মস্কোর জোর কূটনীতিক প্রচেষ্টার ওপর এটি একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। বিরোধী দলীয় সিরিয়ান নেগোশিয়েশন কমিশন (এসএনসি) গত শুক্রবার তাদের টুইটার একাউন্টে বলেছে, ‘রাশিয়া এ সম্মেলন আয়োজনের উত্তরাধিকারী নয়।’ ‘জাতিসংঘ ও সিরিয়া সংঘাতের ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর সোচিতে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএনসি।’ সিরিয়া সরকারের শক্তিশালী মিত্র দেশ রাশিয়া আয়োজিত যৌথ এ আলোচনা অংশ নিতে ইতোমধ্যে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ অস্বীকৃতি জানিয়েছে। আগামী সোম ও মঙ্গলবার কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে এ আলোচনা হওয়ার কথা। এ শান্তি আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে প্রধান বিরোধী দলের এমন সিদ্ধান্তের প্রশ্নে ভিয়েনায় জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত দু’দিনের পৃথক শান্তি আলোচনার ওপর ছায়া ফেলেছে। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে; ফলে যুক্তরাষ্ট্রকে এখন দেশটি থেকে সেনা সরিয়ে নিতে হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ আরো বলেন, মার্কিন সেনারা জাতিসংঘের অনুমতি নিয়ে সিরিয়ায় অবস্থান করছে না কিংবা দামেস্ক সরকারও তাদের আমন্ত্রণ জানায় নি। অতএব, মার্কিন সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। রুশ মন্ত্রী আশা করেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অল্প কিছুদিনের মধ্যে চূড়ান্ত বিজয় আসবে। তিনি জানান, গত বছরে রাশিয়ার কাছে অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করা এবং আস্তানা আলোচনায় ইরান ও তুরস্কের সহযোগিতা নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। এএফপি, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।