Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের প্রথম মোবাইল টিভি চ্যানেলের যাত্রা শুরু

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগান নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২৬ মার্চের চেতনায় বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো মোবাইল ফোন চ্যানেল, ‘চ্যানেল ২৬’। চ্যানেল ২৬ বাংলাদেশের প্রথম মুঠোফোন টেলিভিশন। তরুণ শিল্পী, কলা-কুশলী ও পরিচালকদের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণ করছে চ্যানেলটি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন জানান, চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করবে চ্যানেল ২৬। বিশ্ব দরবারে বাংলাদেশকে ছড়িয়ে দিতে অ্যাপস-এর মাধ্যমে মুঠোটিভি হিসেবে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বর্ণমুকুটে আরেকটি পালক যোগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি জানান, খুব শিগগিরই প্রযুক্তিনির্ভর এ চ্যানেলটি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে। চ্যানেল ২৬-এর স¤প্রচারে আগমন নিয়ে চ্যানেলটির বার্তা প্রধান বলেন, টেলিভিশন আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। ব্যস্ত এই নাগরিক জীবনে টেলিভিশনের সামনে বসে বিশ্বের সংবাদ, তথ্য ও বিনোদন উপভোগ করার মতো সময় সবসময় হয়ে ওঠে না। ব্যস্ততার ফাঁকে এগুলো জানতে হলে আমাদের অন্য কোনো মাধ্যমের সহায়তা নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন আমাদেরকে একটা পথ দেখিয়েছে। স্মার্ট মোবাইল ফোন থাকলেই বিশ্বের যে কোন খবর মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে। আর এই প্রযুক্তির মাধ্যমেই চ্যানেল ২৬ সবসময় দর্শকের সাথে থাকতে চায়। এই ধারাবাহিকতায় অ্যাপস-এর মাধ্যমে মুঠো টিভি হিসেবে আমাদের আত্মপ্রকাশ। দর্শকদের বস্তুনিষ্ঠ তথ্য ও নির্মল বিনোদনের চাহিদাকে প্রাধ্যান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠান নির্মাণ করবে চ্যানেল ২৬।



 

Show all comments
  • Hasnain ২৭ মার্চ, ২০১৬, ১০:৫৪ এএম says : 0
    Amader desher pray shob chenel ar i apps asey. Aro age thekei amra mobail tv dekhi.ata natun kisu na.
    Total Reply(0) Reply
  • Abir ২৭ মার্চ, ২০১৬, ১০:৫৬ এএম says : 0
    mumtahinul jion ar joy hok. mumtahinul jion ar joy hok.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের প্রথম মোবাইল টিভি চ্যানেলের যাত্রা শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ