Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সোনাইমুড়ীতে জমি দখল চেষ্টার সময় আটক ১ আহত ১০

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সোনাইমুড়ীতে চাষিরহাট ইউনিয়ন পরিষদ কমúেøক্সের জায়গায় স্থানীয় ভূমিদস্যুরা দখলের চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাষীর হাট ইউনিয়নে পরিষদের সামনে শুক্রবার গভীর রাতে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে ভূমিদস্যু মিজানুর রহমান ও তার সহযোগীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকাবাসী হামলাকারী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ভূমিদস্যুদের হামলায় পোরকরা গ্রামের গিয়াস উদ্দিন, জিয়া ও রবিউল হোসেন সুমন (২২) সহ অন্তত ১০ আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়নবাসী স্থানীয় চাষির হাট-বাজারে দখলকারী চক্রের মুল হোতা পোরকরা গ্রামের নুরুল ইসলাম বুশ-এর পুত্র মিজানুর রহমানের বিচার ও গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় ইউনিয়ন পষিদের চেয়ারম্যান হানিফ মোল্লা জানায়, গত ২০০৩ সালে সোনাইমুড়ীর অধিকাংশ গ্রামকে নিয়ে পৌরসভা গঠন হলে এলাকাবাসীর উদ্যোগে চাষিরহাট ইউনিয়ন ভবনের জন্য উত্তর জাহানাবাদ মৌজায় ৯০ শতক জায়গা ক্রয় করা হয়। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তার এক কোটি টাকা ব্যায়ে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শেষ হয়। ইতিমধ্যে মিজানুর রহমান উপজেলা ভূমি অফিসে একটি জমা খারিজ সৃজন করে ইউনিয়ন পরিষদের মালিকাধীন ৬ শতক জায়গা দখলের অপচেষ্টা চালালে গ্রামবাসী তা প্রতিরোধ করেন। এ বিষয়ে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওয়ারিস সূত্রে এ সম্পত্তির মালিক বিধায় ঘর তুলতে গিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনাইমুড়ীতে জমি দখল চেষ্টার সময় আটক ১ আহত ১০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ