Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার সানডের নাটক সত্য নাকি টিকটিকি

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্টার সানডে উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘সত্য নাকি টিকটিকি’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। স¤প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটিতে অনলাইন পত্রিকার সম্পাদক চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আঁখি আফরোজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরোজ, হিরা চৌধুরী, রিগেন সোহাগ রতন প্রমুখ। আজ রাত ৯টা ৪০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যান লিয়ন চৌধুরী। তিনি বিশ্বাস করেন সত্য দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। সত্যের মশাল জ্বালিয়ে দিতে চান মিথ্যার অন্ধকারে লুকানো সমাজে। তাই সত্য.কম নামে একটি পত্রিকা প্রকাশ করেন তিনি। কিন্তু এই পত্রিকায় কেউ বিজ্ঞাপন দেয় না। স্টাফদের বেতন আটকে যায়। হতাশ হয়ে পরে লিয়নের সঙ্গীরা। এভাবে সত্যবাদী হয়ে চলতে গেলে তো না খেয়ে মরতে হবে। ব্যবসা করতে গেলে মিথ্যা বলতেই হয়। কিন্তু এসব কথা মানতে নারাজ লিয়ন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার সানডের নাটক সত্য নাকি টিকটিকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ