Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কার অনুষ্ঠানকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন জন এব্রাহাম

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

যে কোনও শিল্পীই তাদের কাজের প্রশংসা শুনতে বা স্বীকৃতি পেতে ভালবাসে। তবে বলিউডের বেশ কিছু তারকা এর ব্যতিক্রম। আমির খান থেকে শুরু করে কঙ্গনা রানৌত বলিউডের প্রচলিত অ্যাওয়ার্ড ফাংশনগুলোর নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে তাদের বিরক্তি প্রকাশ করেছেন বিভিন্ন সময়। অভিনেতা জন এব্রাহামও এসব অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহী নন।
জনকে খুব কম সময়ই এমন কোন অনুষ্ঠানে দেখা গেছে। স¤প্রতি তিনি তার এই অনুপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করেছেন।
জন এব্রাহাম স¤প্রতি বলেছেন এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান তার কাছে কমবেশি সার্কাসের মত লাগে। তিনি এসব অনুষ্ঠানকে খুব গুরুত্ব দেন না এবং এসবে হাজিরা দিতে তার আগ্রহও নেই। স¤প্রতি এক এমন এক অনুষ্ঠানে তার নাম যুক্ত করা হলেও তিনি তাতে উপস্থিত হননি। ঠিক এই মঞ্চেই উপস্থাপক রিতেশ দেশমুখ বলেছেন, জন ১৫ বছরেও অভিনয় শিখতে পারেনি। এই উক্তির প্রতিক্রিয়ায় জন বলেছেন রিতেশ তার বন্ধু এবং এই মন্তব্য তিনি গুরুত্বের সঙ্গে নেননি।
গত শুক্রবার জনের অভিনয়ে ‘রকি হ্যান্ডসাম’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে; এটি কোরিয়ার ‘দ্য ম্যান ফ্রম নোহয়্যার’ নামে একটি চলচ্চিত্রের রিমেক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার অনুষ্ঠানকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন জন এব্রাহাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ