Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবাদের অসহায় আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : প্রস্তুতির ঘাটতি আর শক্তি-সামর্থ্যরে গভীরতা বিবেচনায় রেখে দলটিকে নিয়ে আশার জায়গা খুব বেশি ছিল না। কিন্তু লড়াই দেখার আশা নিশ্চয়ই ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করতে পারল না লড়াইটুকুও। যুব বিশ্বকাপের কোয়র্টার-ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে হারিয়েছে ভারত। কুইন্সটাউনে গেলপরশু ভোরে ভারতের ২৬৫ রান তাড়ায় বাংলাদেশ করতে পেরেছে ¯্রফে ১৩৪।
খুব গতিময় ছিল না উইকেট। খানিকটা মন্থর উইকেটে এই রান কঠিন হলেও লক্ষ্যটা অসম্ভব ছিল না। কিন্তু ভারতীয়দের বোলিং আর বাংলাদেশের বাজে ব্যাটিং মিলিয়ে এই রানই হয়ে গেল অনেক দূরের পথ। ব্যর্থতার ধারা থেকে বের হয়ে এদিন কিছুটা রান পেয়েছেন ওপেনার পিনাক ঘোষ। তবে বড় করতে পারেননি ইনিংস। আউট হয়েছেন ৭৫ বলে ৪৩ রানে। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। গড়ে ওঠেনি তেমন কোনো জুটি। পিনাক ছাড়া আর কেউ করতে পারেনি ২০ রানও। খনিকের জন্যও বাংলাদেশ জাগাতে পারেনি জয়ের সম্ভাবনা। ফিফটির পর বাঁহাতি স্পিনে ২ উইকেট নিয়েছেন অভিষেক। তবে ৮৬ রানের ইনিংসটিতে ম্যাচ সেরা গিল। সেমি-ফাইনালে আগামী মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আগের দিন আরেক সেমি-ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ