Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ব্যাডমিন্টন শুরু

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিভিন্ন জেলা ও সংস্থার প্রায় তিনশ’ শাটলারের অংশগ্রহনে আজ পাবনায় শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ১৯৯৭ ও ২০০০ সালের পর তৃতীয়বারের মতো পাবনায় অনুষ্ঠিত হচ্ছে। শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের ফি ম সামসুর আরেফিন জিমন্যাশিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২৪৫ জন পুরুষ ও ৪৫ জন মহিলা শাটলার। ৬টি বিভাগ, ৪৫টি জেলা, একটি শিক্ষাবোর্ড, তিনটি বিশ্ববিদ্যালয় ও চারটি সংস্থাসহ ৫৯টি ক্রীড়ার শাটলাররা অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, পৃষ্ঠপোষক স্কয়ার গ্রæপের অন্যতম কর্ণধার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ