প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘টুম রেইডার’ ফিল্ম সিরিজের একটি রিবুট পর্বে লারা ক্রফ্টের ভূমিকায় অভিনয়ের জন্য নির্মাতাদের সঙ্গে ডেইজি রিডলির সঙ্গে আলাপ চলছে।
ভিডিও গেইমস ভিত্তিক চলচ্চিত্রটিতে লারা ক্রফ্টের ভূমিকায় অভিনয় করে অ্যানজেলিনা জোলি জনপ্রিয়তা পেয়েছিলেন।
২৩ বছর বয়সী ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ তারকা ডেইজি জানিয়েছেন ‘টুম রেইডার’ ফিল্মে মারকুটে প্রতœতাত্তি¡ক লারা ক্রফ্টের ভূমিকায় অভিনয়ের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয়নি।
“আমি অপেক্ষায় আছি যাতে কেই বলে ‘আমি তোমাকে (এই ভূমিকায়) চাই, চল এটি তৈরি করি’, অবশ্যই আমি আমার তারিখগুলো ভরার চেষ্টা করছি,” রিডলি বলেন।
এখনও আনুষ্ঠানিক অফার না পেলেও তার ‘স্টার ওয়ার্স’ সহঅভিনেতা জন বোয়েগা এই প্রজেক্টে তাকে পুরো সমর্থন দিচ্ছেন।
“আমি ‘টুম রেইডার দ্য গেইম’ খেলেছি, এটি নতুন সুযোগ এবং আশা করি এটি ভিডিও গেইম অবলম্বনে নির্মিত হবে,” বোয়েগা বলেন, “আমি ডেইজিকে টেক্সট করেছি : এটি তোমার জন্য তোমার সায় দেয়া দরকার কারণ তুমি লারা ক্রফ্ট হতে পারবে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।