Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চিত্রকর্মের বদলে গোল্ড টয়লেট

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের জন্য নিউ ইয়র্কের গুগেনহাইম জাদুঘর থেকে ভ্যান গগের একটি চিত্রকর্ম ধার চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প; জবাবে জাদুঘর কর্তৃপক্ষ তাকে খাঁটি সোনার তৈরি একটি টয়লেট দেয়ার প্রস্তাব দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট জানায়, গত বছর সেপ্টেম্বরে হোয়াইট হাউজের অন্দরসজ্জার জন্য ভ্যান গগের বিখ্যাত ল্যান্ডস্কেপ ‘উইথ স্নো’ চাওয়া হয়েছিল। জাদুঘর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে তাদের অপারগতা প্রকাশ করেন এবং পরিবর্তে ‘১৮-ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি টয়লেট’ দিতে চান। ইমেইলে জাদুঘরের কিউরেটর ন্যান্সি স্পেকটর লেখেন, “আমি দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি- চিত্রকর্মটি জাদুঘরের ‘থানহাউজার কালেকশনের’ অংশ এবং খুব বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এটা জাদুঘর থেকে সরানো নিষেধ। তাই আমরা এটা ধার দিতে পারবো না।” চিত্রকর্মটির মালিকদের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র গুগেনহাইম জাদুঘরের সহপ্রতিষ্ঠানে ১৮৮৮ সালে ভ্যান গগের আঁকা চিত্রটি প্রদর্শিত হয় বলেও জানান তিনি। জার্মানির প্রভাবশালী আর্ট ডিলার জাস্টিন কে. থানহাউজার ইউরোপে মডার্ন আর্টের প্রচার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিরা হোয়াইট হাউজের বিভিন্ন কক্ষের অন্দরসজ্জার জন্য নিয়মিত বিভিন্ন বড় বড় চিত্রকর্ম ধার করেন। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ