মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রযুক্তি আমাদের অনেক কিছুই দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি প্রতিনিয়ত ডেকে আনছে অশান্তি। এবার ভারতে ফেসবুকে অতিরিক্ত আসক্তির কারণে মেজাজ হারিয়ে স্ত্রী টুম্পা পালকে (৩৮) কুপিয়ে হত্যা করেছেন স্বামী স্বামী সুরজিৎ (৪৬)। গহত বুধবার ভারতের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুরজিৎকে আটক করেছে পুলিশ। আটক সুরজিৎ পুলিশকে জানান, ফেসবুকই হয়ে উঠেছিল অশান্তির কারণ। অবিরাম ফেসবুকের নেশার পাশাপাশি সেখানে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি করেছিলেন স্ত্রী টুম্পা। ফেসবুক নিয়ে মা-বাবার মধ্যে প্রতিনিয়তই অশান্তি হতো বলে পুলিশকে জানিয়েছেন টুম্পা-সুরজিতের ছোট ছেলেও। পুলিশ জানায়, বুধবার রাতে চেতলার বাড়ি থেকে উদ্ধার হয় টুম্পার রক্তাক্ত লাশ। ওই রাতেই সুরজিৎকে গ্রেফতার করে পুলিশ। সুরজিতের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টুম্পাকে ফেসবুক থেকে বিরত থাকতে বলে আসছিলেন সুরজিত। কিন্তু টুম্পা পাত্তা দেননি। বুধবার বিকেলেও স্ত্রীকে তার শেষ হুঁশিয়ারি ছিল, ‘ফেসবুক বন্ধ করো।’ এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।