Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুরস্কের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে তুরস্কের প্রতি আহŸান জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র ডানা হোয়াইট গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তুরস্ক হচ্ছে আমাদের মিত্র দেশ, কিন্তু চলমান ইস্যুটি বিব্রতকর এবং জিহাদিদের যারা পরাজিত করেছে আমরা তাদের প্রতি সমর্থন দিচ্ছি। ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য তুরস্ক গত সপ্তাহে সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। আংকারা এ গেরিলা গোষ্ঠীকে সন্ত্রাসী মনে করে এবং তুরস্কের কুর্দি গেরিলা সংগঠন পিকেকে’র সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছে। কিন্তু আমেরিকা দাবি করছে, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজি অত্যন্ত কার্যকর শক্তি এবং কুর্দি গেরিলাদেরকে আমেরিকা অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে। যখন আমেরিকার বিরুদ্ধে আইএস সৃষ্টি ও তাদেরকে অস্ত্র এবং প্রশিক্ষণ দেয়ার প্রচুর তথ্য-প্রমাণ রয়েছে তখন পেন্টাগনের মুখপাত্র এমন কথা বললেন। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আফরিনে অভিযানের নামে তুর্কি বাহিনী এলাকাটি দখলে নেয়ার চেষ্টা করছে অভিযোগ তুলে সীমান্ত রক্ষায় দামেস্ককে এগিয়ে আসার আহŸান জানিয়েছে কুর্দি ওয়াইপিজি গেরিলারা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা তুরস্কের অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে বলে খবর বিবিসির। সপ্তাহ খানেক ধরে চলা এ অভিযানে আফরিনের বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য কুর্দি কর্তৃপক্ষের। আফরিনের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে ও তুর্কি দখলদারিত্বের হাত থেকে সীমান্ত রক্ষায় সিরিয়ার প্রতি আহŸান জানাচ্ছি আমরা, বিবৃতিতে বলে তারা। কুর্দিদের এ আহŸানের ব্যাপারে দামেস্কের প্রতিক্রিয়া জানা যায়নি। অভিযানের প্রথম ছয়দিনে ওয়াইপিজির ৪২ গেরিলার পাশাপাশি তুর্কিঘনিষ্ঠ বিদ্রোহীদের ৪৮ সদস্য নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। কুর্দি গেরিলাদের তীব্র প্রতিবাদের মুখে এলাকাটিতে তুর্কি বাহিনীর সফলতার গতিও ধীর। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ