Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুয়েলারকে বরখাস্ত করা হয়েছিল

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার তদন্তকারী দলের প্রধান রবার্ট মুয়েলারকে বরখাস্ত করা হয়েছিল। গত জুনে এ বরখাস্তের আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজের আইনজীবী এ ঘটনায় পদত্যাগের হুমকি দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজের উপদেষ্টা ডোনাল্ড ম্যাকগান বলেছেন, মুয়েলারের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তা ট্রাম্পের প্রেসিডেন্সির জন্য বিপর্যয়কর প্রতিক্রিয়া সৃষ্টি করতো। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে ট্রাম্প ও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। ব্যাপক সমালোচনার মুখে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রাক্তন প্রধান রবার্ট মুয়েলারকে গত বছরের মে মাসে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মুয়েলার ইতিমধ্যে হোয়াইট হাউজের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছেন। কেবল গত মাসে তার বরখাস্ত হওয়ার আশঙ্কার খবরটি জানতে পেরেছিলেন মুয়েলার। খবরে বলা হয়, ট্রাম্পের নির্দেশ বাস্তবায়িত হলে তা ‘ভয়াবহ প্রভাব’ ফেলবে, হোয়াইট হাউজের উপদেষ্টা ডোনাল্ড ম্যাকগান তখন এমন মন্তব্য করেছিলেন বলে খবর নিউ ইয়র্ক টাইমসের। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রিপাবলিকান শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো সংযোগ ছিল কিনা, মস্কো নির্বাচনকে প্রভাবিত করেছিল কিনা মুলারের তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প ও ক্রেমলিন বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর গত বছরের মে মাসে এফবিআইএ-র সাবেক পরিচালক মুলারকে নিয়োগ দেওয়া হয়। কোমি পরে এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া বিষয়ে তদন্তের কারণেই ট্রাম্প তাকে বরখাস্ত করেছিলেন। কোমিকে বরখাস্তের মাধ্যমে ট্রাম্প আইন ভঙ্গ করেছিলেন কিনা মুলারের তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। রাশিয়া বিষয়ক সংযোগ নিয়ে তদন্তে হোয়াইট হ্উাসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জেরার মধ্যেই মুলার তাকে বরখাস্তে ট্রাম্পের চেষ্টার কথা জেনেছেন বলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ