Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয় দেবী গতকাল শুক্রবার ভোরে কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডে নিজের বাড়িতে হৃদরোগে অক্রান্ত হয়ে মারা গেছেন । তার মেয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এখবর জানায়। ১৯৩৩ সালের ৮ জানুয়ারি জন্ম নেয়া সুপ্রিয়া দেবীর প্রথম ছবি ‘বসু পরিবার’। উত্তম কুমারের সঙ্গে ‘সোনার হরিণ’ চলচ্চিত্রে অভিনয়ের পর তাকে আর পিছনে ফিরতে হয়নি। এরপর দীর্ঘ ৫০ বছর ধরে তিনি ভারতীয় বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। চৌরঙ্গী’ (১৯৬৮), বাঘ বন্দী খেলা, মেঘে ঢাকা তারা (১৯৬০) তার সাড়া জাগানো ছবিগুলোর অন্যতম। তিনি পদ্মশ্রী ও পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বঙ্গবিভূষণ লাভ করেন। এছাড়া তিনি ফিল্মফেয়ার ইস্ট আজীবন সম্মাননা লাভ করেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ