Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নো মোর ফেসবুক নো মোর চ্যাট!

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম এখন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এসব ব্যবহার জীবনে অনেক ইতিবাচক ফল বয়ে আনছে। কিন্তু নেতিবাচক ঘটনাও ঘটছেন অহরহ। স্বাভাবিক জীবনযাপনকেও অস্থির করে দিচ্ছে এই মাধ্যমটি। তাই ঝামেলা মেটাতে গিয়ে বিচারপতিকে বাধ্য হয়ে বলতে হয়েছে, নো মোর ফেসবুক, নো মোর চ্যাট (আর ফেসবুক নয়, আর চ্যাট নয়)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী, দুই সন্তানের মা’কে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে সহবাসের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আগাম জামিন দিয়ে ওই মন্তব্য করেন। ৪০ বছর বয়সী এক নারী গত ১৭ ডিসেম্বর রায়গঞ্জ থানায় অভিযোগ করে জানান, সেখানকারই এক যুবক বিয়ের প্রতিশ্রæতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন। প্রাথমিক তদন্তের পরে রায়গঞ্জ পুলিশ জানতে পারে, ওই যুবক বিবাহিত এবং তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। অভিযোগকারী নারীও বিবাহিত এবং তার দুই মেয়ে রয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ