গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে সায়েদাবাদ ও ধানমণ্ডি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরের দিকে দুটি পৃথক ঘটনায় তারা নিহত হন।
নিহতদের এক জন ইব্রাহিম (৩৩) খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার মৃত বজলুর রহমানের ছেলে। অন্যদিকে আরেকজন হচ্ছেন হেলেনা বেগম (৩৫) রাজধানীর কলাবাগানের গ্রিন কর্নার এলাকার মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীসংলগ্ন সায়েদাবাদ রেলগেটের পাশে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন ইব্রাহিম। আহতাবস্থায় তাকে পুরান ঢাকার সালাউদ্দিন হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন তিনি সকাল ৬টার দিকে মারা যান।
অপরদিকে ধানমণ্ডি থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী জানান, হেলেনা বেগম ভোরের দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারে থাকা কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় তিনি প্রাইভেট কারের সামনে পড়ে যান। তখন ছিনতাইকারীরা তাকে প্রাইভেট কারের নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হেলেনাকে উদ্ধার করে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।