পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সম্পন্ন হবে তা এ দেশের অভ্যন্তরীণ বিষয়। গতকাল টাঙ্গাইলের মির্জাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনকালে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা কেমন হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নবনীতা চক্রবর্তী, প্রেস অ্যাটাশি রঞ্জন মন্ডল। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী সব দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশেই রয়েছে ভারত।
ভারতীয় হাইকমিশনার কুমুদিনী কমপ্লেক্স চত্বরে উপস্থিত হলে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা: দুলাল চন্দ্র পোদ্দার, সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী প্রমুখ।
ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই এই ধারণাটি ভুল উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতিম দেশ। এ জন্য ভারত শুরু থেকেই বাংলাদেশের সব সময় পাশে আছে। রোহিঙ্গাদের দ্রæত প্রতাবর্তনে ভারত সরকার কাজ করছে। এ জন্য রাখাইন স্টেটে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য এক হাজার মেট্রিক টন ত্রাণসামগ্রী দিয়েছে ভারত।
সীমান্তে প্রাণহানি বন্ধের বিষয়ে শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে এই প্রাণহানি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ভারতীয় হাইকমিশনার পরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ নার্সিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ শারীরিক কসরত উপভোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।