Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে অর্থমন্ত্রী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার সক্রিয়

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দেশ থেকে অর্থ পাচারের মাত্রা যাই হোক না কেন, পাচারের সম্বাব্য উৎস্যগুলো বন্ধ করার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ একযোগে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্নীতি বা অন্যকোন অপরাধ হতে অর্জিত অর্থ নিয়মবহির্ভূতভাবে বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকার সক্রিয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা জানান। সরকারী দলের ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, বাংলাদেশ থেকে বর্তমান সময়ে প্রচার অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে মর্মে বিভিন্ন রাজনৈতিক দল ও গবেষণা প্রতিষ্ঠান থেকে যে দাবি করা হচ্ছে তা তথ্যভিত্তিক নয়। ইতোমধ্যে বিদেশে অর্থ পাচারের শনাক্ত হওয়া ঘটনাগুলোয় অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও ফাইন্যান্সিসিয়াল ইন্টিলিজেন্স ইউনিট বিদেশে তাদের কাউন্টারপার্টদের সঙ্গে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে ক্রমবর্ধমান মাত্রায় যোগাযোগ প্রতিষ্ঠা করছে। সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, হংকং ও কানাডায় ফ্ল্যাট বা বাড়ি অথবা অন্য কোন পদ্ধতিতে অর্থপাচার বিষয়ক বেশকিছু মামলা বর্তমানে আদালতে বিচারাধীন ও দুদকের তদন্তাধীন রয়েছে। জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী জানান, ফারমার্স ব্যাংকে বর্তমানে তারল্য সঙ্কট বিদ্যমান থাকার ফলে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। ব্যাংকিং কার্যক্রম শুরুর পর হতে রেগুলেটরী ও প্রæডেনশিয়াল নিয়ম কানুন পরিপালনে অনিহা এবং পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকটির আর্থিক ভিত্তি ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও সার্বিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমাবনতি বিদ্যমান থাকে। ইতোমধ্যে ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থা বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়লে আমানতকারীরা ব্যাংক হতে আমানত উঠিয়ে নিতে থাকে এবং তারল্য সঙ্কটের সৃষ্টি হয়। ফারমার্স ব্যাংকের তারল্য সঙ্কটজনিত সমস্যা মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ব্যাংকটির তারল্য সঙ্কট নিরসনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ইতোমধ্যে ব্যাংকটির অভ্যন্তরীন শৃঙ্খলা পুন:প্রতিষ্ঠার জন্য পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক অপসারণ করে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছে। ওই ব্যাংকে বিভিন্ন ফান্ড ও প্রতিষ্ঠান কর্তৃক পর্যায়ক্রমিক বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করতে বাংলাদেশ ব্যাংক হতে অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ৫০০ কোটি টাকার সাব অর্ডিনেটড বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকের খেলাপী ঋণ পুনরুদ্ধারের বিশেষ কার্যক্রম গ্রহণ করে আমানতকারীদের আস্থা অর্জনে তৎপর হওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী

১১ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ