Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রোয়েশিয়ার প্রথম সিলিচ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : শেষ চারেই থেমে গেল কাইল এডমন্ডের যাত্রা। ব্রিটিশ দুই নম্বর তারকাকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ক্রেয়েশিয়ার ছয় নম্বর বাছাই মারিন সিলিচ। সেখানে তার প্রতিপক্ষ টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার নাকি দক্ষিণ কোরিয়ার হিওন চুং তা যাবে আজ।
তবে নারী এককে আগামীকালের ফাইনালে কে কে লড়বেন তা নির্ধারণ হয়ে গেছে গতকালইÑ ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি ও ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিমোনা হালেপ। প্রথম গ্র্যান্ড ¯ø্যামের জন্য কোর্টে নামবেন তারা। তাছাড়া দুজনেরই মেলবোর্নের প্রথম ফাইনালও এটি।
১৯৬৮ সালে পেশাদারী টেনিস চালু হওয়ার পর চতুর্থ ব্রিটিশ হিসেবে কোন গ্র্যান্ড ¯ø্যাম ফাইনালে খেলার সুযোগ ছিল এডমুন্ডের সামনে। কিন্তু ২৩ বছর বয়সী দ্বিতীয় সেটে একটু লড়াই করলেও বাকি দুই সেটে দাঁড়াতেই পারেননি। সিলিচের কাছে হেরেছেন ৬-২, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। ২৯ বছর বয়সী সিলিচের এটি তৃতীয় গ্র্যান্ড ¯ø্যাম ফাইনাল। একমাত্র গ্র্যান্ড ¯ø্যামটি জিতেছিলেন ২০১৪ সালে ইউএস ওপেনে। ম্যাচ শেষে সিলিচ বলেন,‘ সব মিলিয়ে আমার অনুভুতি চমৎকার। এখন ফাইনাল থেকে আমি দুই দিনের দূরত্বে রয়েছি।’
নারী এককে তুমুল লড়াইয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে হারিয়ে শেষ পর্বে ওঠেন হালেপ। দুই দুবার ম্যাচ পয়েন্ট নিজের দিকে টেনে নেন রোমানিয়ান তারকা। আর বেলজিয়ামের ৩৭ নম্বর বাছাই এলিস মার্টিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে ফাইনালে ওঠেন ২৭ বছর বয়সী দ্বিতীয় বাছাই ওজনিয়াকি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ