Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একের পর এক বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো ঝুঁকিপূর্ণ

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত ১১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একের পর এক বন্দুক হামলায় স্কুলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ স্কুলগুলোতে এই ধরণের রক্তক্ষয়ী সহিংসতা ঠেকাতে ব্যর্থ বলেই মনে করা হচ্ছে। ১৫ বছর বয়সী এক বালক গত মঙ্গলবার কেনটাকি উচ্চ বিদ্যালয়ে ক্লাশ শুরুর প্রথম দিনেই বন্দুক নিয়ে স্কুলটিতে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে দুই ছাত্র নিহত ও অপর দুই জন আহত হয়। এই ঘটনার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলের ক্যাফেটারিয়ায় এক কিশোরী গুলিতে আহত হয়। গত সোমবার দিন অপর এক ঘটনায় নিউ অরল্যান্ড উচ্চ বিদ্যালয়ের পার্কিং লটে ১৪ বছর বয়সী একটি কিশোর গুলিবিদ্ধ হয়। আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুল বাস লক্ষ্য করে গুলি বর্ষণসহ স¤প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এছাড়াও সিয়াটলের একটি স্কুলে ও ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কেনটাকির বেনটন শহরের মার্শাল কাউন্টি হাই স্কুলে সর্বশেষ বন্দুক হামলার ঘটনাটি ঘটে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ