Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিনের বাদশাকে ধরল পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ৯:০৭ পিএম

ইতোমধ্যে অনেকেই পরিচিত হয়েছেন জিনের বাদশার সাথে। হঠাৎ করেই গভীর রাতে ফোন করেন জিনের বাদশা পরিচয় দানকারী কথিত পীর আউলিয়া দরবেশ বাবা। মিষ্টি মধুর ভাষায় কথা বলে এবং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। পরে বিশ্বাস অর্জন করতে সক্ষম হলে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়াসহ পারিবারিক সুখ শান্তি অর্জন এবং অর্থনৈতিকভাবে আরও সচ্ছলতার অধিকারী করে দেয়া হবে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করে।

এতে কেউ এই চক্রের ফাঁদে পা দিলে কাজ করে দেয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা নামে-বেনামে অসংখ্য সিম সংগ্রহ করে এবং সেই সিমগুলো দিয়ে নামে-বেনামে বিকাশ একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেয়।

‘জিনের বাদশা’ পরিচয়কারী প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম। গ্রেফতারকৃত জিনের বাদশার নাম মোঃ আজাদ (২৮) ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের ওয়েব পোর্টাল ‘ডিএমপি নিউজে’ সিটিটিসির বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই চক্রের অন্যতম হোতা মো: আজাদ ও তার সহযোগীরা গ্রেফতারকৃত জিনের বাদশার চক্র গত চার-পাঁচ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ০১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোঃ আজাদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মোবাইল ফোনে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে সরল মনা মানুষকে বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে সুকৌশলে টাকা হাতিয়ে নেয়।

এর প্রেক্ষিতে ‘জিনের বাদশা’ নামে প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম। বেশ কয়েকদিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম উক্ত জিনের বাদশার অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় ।

সন্ধান পাওয়ার পর ২৪ জানুয়ারি বুধবার ঢাকা জেলার কেরানীগঞ্জের ঘাটারচর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন ও ০২ (দুই) টি সিম কার্ড জব্দ করা হয়। এই সংক্রান্তে শ্যামপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধরল পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ