Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলিতে নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি তেলিপাড়ায় এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মোহাম্মদ সাইফুল (২২) নামে একজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানিয়েছেন। গুলিবিদ্ধ অপর দুজন ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
পরিদর্শক হাবিব বলেন, সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গেলে তাদের বাধা দেয় একদল গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে গ্রামের লোকজন ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আধা ঘণ্টা পর তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
সংঘর্ষ ও গুলিতে হতাহতের বিষয়ে জানতে সীতাকুণ্ড থানা পুলিশের কর্মকর্তাদের মোবাইলে ফোন করে তাৎক্ষণিকভাবে কারও সাড়া পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ