Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ যুবকের উদ্যোগে কর্মসংস্থান হল শতাধিক বেকারের

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

বেকারত্বের অভিশাপে যখন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে তখন ২০ যুবক উদ্যোগ নিয়ে নিজেদের জমানো টাকা দিয়ে ইউনি বেকার্স নামের একটি বেকারী প্রতিষ্ঠা করে সফলতা অর্জন করেছে। আর সেখানে কর্মসংস্থান হয়েছে আরো শতাধিক বেকার যুবকের। নিজেদের কর্ম দক্ষতা একতা ও সততার জোরে তারা ২০ বিঘা জমিতে প্রতিষ্ঠা করেছে মাদারীপুর জেলার সবচেয়ে বড় বেকারী। গত শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান। সাহেবরামপুর এলাকার ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল মোল্লা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাদির ও উপজেলা সাব-রেজিষ্টার শাহীন আলম। প্রতিষ্ঠানটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন বশির আকন। ইউনি বেকার্সের প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম, মোঃ কিসলু হোসেন, তানভীরুল মাহাদী, আবুল বাশার, মোঃ বশির আকন, মোঃ ইব্রাহিম, মশিউর রহমান মামুন, বুলবুল আহম্মেদ ও এনামুল বলেন, ‘উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে প্রথমে আমরা প্রতি মাসে ২০ জন বন্ধু এক হাজার করে টাকা সঞ্চায় করি। পরে পুঁজির পরিমাণ বড় হলে বেকারী প্রতিষ্ঠা করি। আর আমাদের একতার কারণে সাফল্য এসে ধরা দেয়। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করাও আমাদের মূল উদ্দেশ্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ যুবকের উদ্যোগে কর্মসংস্থান হল শতাধিক বেকারের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ