পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে অবরুদ্ধ করা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের মারামারির ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পাশাপাশি ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা কার্যালয়ের গেট ভেঙ্গেছে তাদেরও শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। গতকাল বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের সড়কে বিআরটিএ‘র ভ্রাম্যমান আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আপনারা একটা দিক দেখলেন, আরেকটা দিক দেখলেন না। এই যে আরেকটা সাইড ভিসির অফিসের গেট ভেঙ্গে ঢোকার কি কোন নিয়ম আছে? এটা কি কোন গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ? তিনি বলেন, আর ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কি? ভিসি বলেছেন, ছাত্রলীগের ছেলে-মেয়েরা যদি এসে উদ্ধার না করতো, তাহলে তার জীবনের উপর হামলার আশঙ্কা ছিল। তিনি আমাকে বলেছেন, যেভাবে এ্যাটাক করা হয়েছে, কলাপসিবল গেট ভেঙ্গে, বিভিন্ন ভাবে!
কাদের বলেন, জোরপূর্বক ভিসি অফিসে ঢোকা হয়েছে। এটা কি গণতান্ত্রিক আন্দোলন? আর ছাত্রলীগের এখানে ইনভলপমেন্ট কেন সেটা ভিসি আমাকে বলেছে; তাকে এভাবে অবরুদ্ধ করার পর এখানে ছাত্রলীগ এসেছে। সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীরাও এসেছে। তিনি বলেন, ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে অপরাধের শাস্তি আমরা দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যদি কোন অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু যারা গেট ভেঙ্গে ভিসি অফিসে ঢুকেছে তাদেরও শাস্তি হওয়া উচিৎ। জোর করে ভিসি অফিসে ঢুকবে এখানে সাধারণ ছাত্রদের কি কোন দায়িত্ব নেই। তারা ছাত্রলীগ করে কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিষয়ে ক্ষমতাসীনরা জনগণকে ‘বিভ্রান্ত’ করছে বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির রূপরেখার কথা আমরা শুনতেছি এক বছর আগে থেকে। তখনও বারবার বলছে শীগ্রই তারা এ রূপরেখা দেবে। শীগ্রই বলতে বলতে একবছর পার। এর সঙ্গে তত্ত¡াবধায়ক আর নিরপেক্ষ সরকারের কথাও তারা বলছে। আসলে তারা কি চায় সেটাই তারা জাতির কাছে পরিস্কার করতে পারেনি। তিনি বলেন, আবার দেখলাম তাদের স্ট্যান্ডিং কমিটির এক সিনিয়র সদস্য, তিনি প্রধানমন্ত্রীর কাছে রূপরেখা চেয়েছেন। সহায়ক সরকারের রূপরেখা প্রধানমন্ত্রী কিভাবে দিবে। প্রধানমন্ত্রী তো একজিস্টিং আছেন।
সরকারের সড়কমন্ত্রী বলেন, আমরা বলেছি অন্যান্য গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা যেভাবে দায়িত্ব পালন করে সেভাবে দায়িত্ব পালন করবে। রুটিন ওয়ার্ক করবে। তারা চায় নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে। সেখানে তাদের প্রতিনিধিও আছে।
সেতুমন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন তো তারা আগেই মেনে নিয়েছে। এই নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে এটা তারা সংলাপ করে বলেছে। এখন তো ভিন্ন কথা বললে হবে না। রংপুরে তারা তৃতীয় হয়েছে। এখানে ইসির কি দোষ? তারা যদি তৃতীয় হয় এটা কি ইসির দোষ নাকি?
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদে আলাপ আলোচনা করবে এটাও কি মিডিয়া জানতে হবে? সংসদের কার্যপ্রনালী নিয়ে কথা বলতে হয়, বলেছেন। কার্যবিধি নিয়ে প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে কথা বলতেই পারে। তিনি বলেন, এটাকে আপনারা বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসেছেন। এটা কি আপনারা হাওয়া থেকে বলছেন? এ ধরণের কিছু আমার জানা নেই। আমি জানি না। এটা যখন হওয়ার তখন হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা স্বাভাবিক ঘটনা।
কাদের আরও বলেন, এখন নতুন, না পুরাতন থাকবেন এটা তো আমি বলতে পারছি না। সংসদ সদস্যরা পার্লামেন্টে ভোট দেবেন। ভোটে যদি একাধিক প্রার্থী না থাকেন তবে একজনই হবেন। এখন কে প্রার্থী হবেন এবং কে নির্বাচিত হবেন এটাতো আমি বলতে পারছি না। আরেকটু অপেক্ষা করেন। বাংলাদেশের জনগনের কাছে সবচেয়ে গ্রহনযোগ্য যে তিনিই রাষ্ট্রপতি হবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদ নিয়ে দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রায় ৩০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসকল উপ-কমিটিতে শুধু সদস্য পদ দেয়া হয়েছে। তাদের মধ্যে বাছাই করে ৯৫ জনকে সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে। তিনি বলেন, আগামী তিনমাসের মধ্যে সহ-সম্পাদকের পদ চুড়ান্ত করা হবে। কোন বিতর্কিত ব্যক্তি, অনুপ্রবেশকারী দলে ঢুকে যাতে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক পদ চুড়ান্তই করা হয়নি। আর সে পদ কিভাবে স্থগিত করা হলো বলে গণমাধ্যম প্রচার করলো তা আমার বোধগম্য নয়। তবে কোন দলীয় নেতাকর্মী তার হতাশার কথা আমাকে জানাতেই পারে। এতে দোষের কিছু নেই।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম সম্পর্কে সড়কমন্ত্রী বলেন, বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। আজ মূলত অনুনোমোদিত ও ফিটনেস বিহীন গাড়ী, সিএনজির মিটার ব্যবহার এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের বিষয়টি দেখা হচ্ছে। তিনি বলেন, আজ সকাল থেকে বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। এ পর্যন্ত ২৬ টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা।
সেনা প্রধানের পিতার মৃত্যুতে শোক
সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসির পিতা আলহাজ্ব শরিফুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল হক ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।