Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুর্ভাগা মোহামেডান

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। জামালের হয়ে একটি করে গোল করেন জাহেদ ও রাকিব, রহমতগঞ্জের হয়ে একটি করে গোল শেষ দেন শুভ ও ইলিয়াস। আর এই ড্র’তেই কপাল পুড়ে মোহামেডানের! দুর্ভাগ্যই বলতে হবে সাদা-কালো জার্সিধারীদের। সমান পয়েন্ট নিয়েও ইনিডপেন্ডেন্স কাপের শেষ আটে জায়গা পাওয়া হলনা ঐতিহ্যবাহী দলটির। ২ পয়েন্ট করে নিয়ে গ্রæপ পর্ব শেষ করে তিন দলই। গোল পার্থক্যও তাদের সমান। তবে বাইলজ অনুযায়ী সর্বোচ্চ তিন গোল করে এই গ্রæপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় শেখ জামাল। দ্বিতীয় সর্বোচ্চ দু’গোল করে গ্রæপের রানার্সআপ হয় রহমতগঞ্জ। ছিটকে যাওয়া মোহামেডান ঝুলিতে ছিল মাত্র এক গোল। এতেই কপাল পুড়ে তাদের। প্রথম ম্যাচে শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মোহামেডান। আর রহমতগঞ্জের সঙ্গে গোলশূণ্য ড্র ছিল তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ