Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

২৬০ কুর্দি, আইএস যোদ্ধা হত্যার দাবি তুরস্কের

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত আফ্রিন অঞ্চলে চারদিনের অভিযানে অন্তত ২৬০ কুর্দি এবং ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। গত মঙ্গলবার এক বিবৃতিতে তুরস্ক সেনাবাহিনী এ দাবি জানায় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। কুর্দি ওয়াইপিজি গেরিলা ও কথিত ‘আইএস জঙ্গিদের’ বিরুদ্ধে শনিবার থেকে দক্ষিণ সীমান্ত লাগোয়া আফ্রিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ শুরু করে তুরস্কের সেনাবাহিনী, যা বহুমাত্রিক সংঘাতে জর্জরিত সিরিয়ায় নতুন যুদ্ধক্ষেত্রের সূচনা ঘটিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আইএসের কথা বলা হলেও আঙ্কারার এই অভিযানের মূল লক্ষ্য কুর্দি ওয়াইপিজি গেরিলারাই। অভ্যন্তরীণ ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে কুর্দিদেরকেই প্রধান প্রতিদ্ব›দ্বী মনে করে এরদোগান সরকার। তুরস্কের কুর্দিরা আফ্রিনের ওয়াইপিজি গেরিলাদের কাছ থেকে সহায়তা পেয়ে আসছে অভিযোগে সিরিয়ার ভেতর প্রবেশ করে অভিযানটি চালাচ্ছে আঙ্কারা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের টানাপোড়েন দেখা দিতে পারে বলেও ধারণা পর্যবেক্ষকদের। আইএসবিরোধী লড়াইয়ের সময় থেকে আফ্রিনের কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আফ্রিনে তুর্কি বাহিনীর এ অভিযান নিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলতে পারেন বলে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। এই অভিযানের মাধ্যমে আঙ্কারা ‘দ্ব›েদ্বর সংকেত’ দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা তাদের অনুপ্রবেশ যতটা সম্ভব কমিয়ে আনার আহŸান জানাবো, বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও তুরস্কের অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় এরদোগান বলেছেন, তার বাহিনী বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আনাদোলু, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ