Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামের দুই ভাইকে হত্যার দায়ে ফাঁসির আদেশ

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ৫:০২ পিএম | আপডেট : ৫:০৩ পিএম, ২৪ জানুয়ারি, ২০১৮

একশ টাকা চুরির সন্দেহে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সহোদরকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম শেখ ফরিদ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে। চৌদ্দগ্রামের বিজয়পুর গ্রামস্থ রাজার মা‘র দীঘির পাহারাদার ছিলেন তিনি। সাতঘরিয়া গ্রামের বাসিন্দা তিনি। মামলার বিবরণে জানা যায়-শেখ ফরিদের পকেট থেকে ১০০ টাকা চুরির ঘটনায় ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি সাতঘরিয়া গ্রামে মিলাদ মাহফিল থেকে ছেরু মিয়ার দুই সন্তান জাকির হোসেন (১০) ও আব্দুল করিমকে (১২) ডেকে নেয় শেখ ফরিদ। পরে তাদের গলা টিপে ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর বিজয়পুর গ্রামস্থ রাজার মা‘র দীঘির দক্ষিণ পাড়ে কবরস্থানে জঙ্গলে লাশ লুকিয়ে রাখে। পরে শিশু দুটির বাবা বাদী হয়ে শেখ ফরিদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও এসআই কাজী আব্দুল শুক্কুর মামলার তদন্ত করে আসামি শেখ ফরিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষে শেখ ফরিদকে মৃত্যুদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রাজ্জাকুল ইসলাম খসরু। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শামীম আরা শিমু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ