Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেগুনা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

দুর্ঘটনা এড়াতে, জীবন বাঁচাতে- লক্ষ্মীপুর-রামগতি সড়কে লেগুনা (যাত্রীবাহী ছোট পিকআপ) চলাচল বন্ধের দাবিতে কমলনগরের কয়েকটি স্থানে মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবারসকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত ওই সড়কের কমলনগরের তোবারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে, লরেন্স এলাকায়, হাজিরহাট মিল্লাত একাডেমী (উচ্চ বিদ্যালয়), হাজিরহাট উপকূল কলেজের সামনেসহ বিভিন্নস্থানে এ মানববন্ধন করা হয়। কমলনগরের সামাজিক সংগঠন- সচেতন যুবসমাজ, লক্ষ্মীপুর রোটারি ক্লাবসহ কয়েকটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহন করেন। এসময় দুর্ঘটনা রোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজিরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তোবারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়য়ার হোসেন, হাজিরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, যুবদল নেতা মীর শিব্বির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের হোসেন নিশাদ, ইয়াসিন আরাফাত তুহিন, আবদুল হামিদ সুমন ও হাসান মাহমুদ পারভেজ। এ সময় বক্তারা রামগতি-লক্ষ্মীপুর সড়কে লেগুনাসহ যাত্রীবাহী ছোট পিকআপ বন্ধের দাবি জানান। এছাড়াও যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী ও বেপরোয়াগতি পরিহার করা, চলন্ত অবস্থায় চালক মোবাইলে কথা না বলা এবং লাইসেন্স ছাড়া ড্রাইভিং না করার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেগুনা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ