Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেহানোসবার্গ বলেই আশাই ভারত

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন সময় পার করছে ভারত। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে হার নিশ্চিত হয়েছে বিরাট কোহলির দলের। সামনে এখন হোয়াইটওয়াশের শঙ্কা। তবে উপমহাদেশের দলের জন্য আশার বিষয় হলো, সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জেহানোসবার্গে।
আজ থেকেই নতুন চ্যালেঞ্চ নিয়ে সফরকারীরা শুরু করতে যাচ্ছে জেহানোসবার্গ টেস্ট। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ধারীদের আশার কথা হলো ১৯৯২/৯৩ মৌসুমে প্রথম এই ভেন্যুতে খেলতে নেমে এখন পর্যন্ত এখানে কোন ম্যাচ হারেনি ভারত। চার টেস্টের তিনটি ড্র ও ১টিতে জয়। এই ভেন্যুতে ব্যক্তিগত সুখস্মৃতি রয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিরও। ২০১৩ সালের সফরে ১১৯ ও ৯৬ রানের দু’টি ইনিংস খেলেছিলেন কোহলি। তার ব্যাটিং নৈপুন্যেই ম্যাচটি ড্র হয়েছিলো। এবারো এখানে পেস বান্ধব পিচ পাচ্ছে ভারত। পেসারদের নৈপুণ্যেই ২০০৬ সালের সফরে এখানে ১২৩ রানে জিতেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও দলের ম্যানেজমেন্টের ইচ্ছাতেই তৈরি করা হয়েছে সবুজ উইকেট।


স্কোর কার্ড
ত্রিদেশীয় সিরিজ, ৫ম ওয়ানডে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, মিরপুর
টস : বাংলাদেশ
ব্যাটসম্যান রান বল ৪ ৬
তামিম স্টা. টেইলর ব ক্রেমার ৭৬ ১০৫ ৬ ০
এনামুল এলবিডবিøউ ব জার্ভিস ১ ৭ ০ ০
সাকিব স্টা. টেইলর ব রাজা ৫১ ৮০ ৬ ০
মুশফিক ক মুজারাবানি ব ক্রেমার ১৮ ২৫ ০ ১
মাহমুদুল্লাহ এলবিডবিøউ ব ক্রেমার ২ ৭ ০ ০
সাব্বির ক আরভিন ব জার্ভিস ৬ ১১ ০ ০
নাসির ক টেইলর ব জার্ভিস ২ ৮ ০ ০
মাশরাফি ক টেইলর ব ক্রেমার ০ ৮ ০ ০
সানজামুল ক মুজারাবানি ব চোতারা ১৯ ২৪ ৩ ০
মুস্তাফিজ অপরাজিত ১৮ ২২ ২ ০
রুবেল অপরাজিত ৮ ৪ ০ ১
অতিরিক্ত (লে বা ২, নো ১, ও ১২) ১৫
মোট ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬
উইকেট পতন : ১-৬ (এনামুল), ২-১১২ (সাকিব), ৩-১৪৭ (মুশফিক), ৪-১৫৬ (মাহমুদুল্লাহ), ৫-১৬৩ (তামিম), ৬-১৬৭ (সাব্বির), ৭-১৬৮ (নাসির), ৮-১৭০ (মাশরাফি), ৯-১৯৬ (সানজামুল)।
বোলিং : জার্ভিস ৯-০-৪২-৩, চাতারা ৭-০-৩৩-১, মুজারাবানি ৭-০-৩৬-০, রাজা ১০-১-৩৯-১, ক্রেমার ১০-০-৩২-৪, ওয়ালার ৭-০-৩২-০।
জিম্বাবুয়ে ইনিংস (লক্ষ্য ৫০ ওভারে ২১৭ রান)
ব্যাটসম্যান রান বল ৪ ৬
মাসাকাদজা ক সাব্বির ব মাশরাফি ৫ ১৫ ০ ০
মিরে ব সাকিব ৭ ২২ ০ ০
আরভিন ক সাব্বির ব মাশরাফি ১১ ১৫ ২ ০
টেইলর এলবিডবিøউ ব সাকিব ০ ১ ০ ০
রাজা ব মুস্তাফিজ ৩৯ ৫৯ ৪ ১
মুর এলবিডবিøউ সানজামুল ১৪ ৪২ ১ ০
ওয়ালার এলবিডবিøউ ব সানজামুল ০ ১ ০ ০
ক্রেমার এলবিডবিøউ ব রুবেল ২৩ ৩১ ৩ ০
জার্ভিস ক মাহমুদুল্লাহ ব মুস্তাফিজ ১০ ১৯ ১ ০
চাতারা ক সাব্বির ব সাকিব ৮ ১৩ ২ ০
মুজারাবানি অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (ও ৮) ৮
মোট (৩৬.৩ ওভারে অল আউট) ১২৫
উইকেট পতন : ১-১৪ (মাসাকাদজা), ২-২০ (মিরে), ৩-২০ (টেইলর), ৪-৩৪ (আরভিন), ৫-৬৮ (মুর), ৬-৬৮ (ওয়ালার), ৭-৯৭ (ক্রেমার), ৮-১০৭ (রাজা), ৯-১১৮ (চাতারা), ১০-১২৫ (জার্ভিস)।
বোলিং : সাকিব ৯-২-৩৪-৩, মাশরাফি ৬-০-২৯-২, সানজামুল ১০-০-২৮-২, মুস্তাফিজ ৬.৩-৩-১৬-২, রুবেল ৫-১-১৮-১।
ফল : বাংলাদেশ ৯১ রানে জয়ী।
ম্যাচসেরা : তামিম ইকবাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ