Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেসেটের ফিলিস্তিনি সদস্যদের উপর বলপ্রয়োগের অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট নেসেট থেকে ফিলিস্তিনি সদস্যদের বের করে দেওয়ার সময় নকীবরা অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত সোমবার নেসেটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভাষণের সময় প্রতিবাদ জানানোয় তাদের বের করে দেয়া হয়। পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার আগে ১৩ জন ফিলিস্তিনি সদস্য হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন। তাতে লেখা ছিল, ‘জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী’। পরে নকীবরা তাদের ধরে বের করে দেয়। সে সময় মাইক পেন্সকে সম্মান জানিয়ে উঠে দাড়ান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুসহ বাকি ইসরাইলি সদস্যরা। মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে পেন্স বলেন, সামনের সপ্তাহে আমাদের প্রশাসন জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার পরিকল্পনা শুরু করবে। আগামী বছর শেষ হওয়ার আগেই সেখানে মার্কিন দূতাবাস খোলা হবে। তবে ইসরাইলি আরব সংসদ সদস্যদের প্রতিবাদের মুখে অল্প সময়ের জন্য পেন্সের বক্তব্য বাধাগ্রস্ত হয়। প্রতিবাদকারীরা আরবি ও ইংরেজি ভাষায় লেখা প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ করতে থাকেন। তাতে লেখা ছিল, ‘জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী’। পরে আন্দোলনকারীদের বের করে দেয়া হয়। পেন্স সে সময় হাসিমুখে বলেন, এমন অস্থির গণতন্ত্রের সামনে দাঁড়ানো আমার জন্য খুবই অপমানজনক। তার আগেই ইসরাইলি পার্লামেন্টের শীর্ষ আরব দল গত সোমবার সতর্ক করে দিয়ে বলেছিল তারা পেন্সের বক্তব্যকে বর্জন করবে। মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ